মদীনার সনদ যেটি কিনা পৃথিবীর প্রথম সংবিধান হিসেবে পরিগণিত মহানবী হযরত মুহাম্মদ (সা) কোথাও কিন্তু রাষ্ট্র ধর্মের কথা উল্লেখ করেননি কিংবা নুন্যতম ইঙ্গিত প্রদান করেননি!প্রত্যেক দেশে নাগরিকদের ধর্ম পালনের অধিকার থাকা যেমন উচিৎ , ধর্ম না পালনের অধিকার ও থাকা উচিৎ। মহানবী হযরত মুহাম্মদ (সা) ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে মানা করেছেন।
